ক্রীড়া বিভাগ: বড় ভাই মিচেল স্টার্ক যখন মিরপুর শেরে বাংলায় গতির ঝড় তোলার প্রস্তুতি নিচ্ছেন; তখন ছোট ভাই ব্রেন্ডন স্টার্ক লড়ছিলেন টোকিও অলিম্পিকে। দুইদিন আগেই সোশ্যাল সাইটে স্টার্কের পোস্টের মাধ্যমে সবাই জেনে গেছে যে তার ভাই খেলছে অলিম্পিকে। গতকাল মিরপুরে অনুশীলনের ফাঁকে অজি ক্রিকেটাররা দলবেঁধে মোবাইল স্ট্রিমিংয়ের মাধ্যমে ব্রেন্ডনের পারফর্মেন্স দেখেছেন। কিন্তু তাদের শেষপর্যন্ত হতাশই হতে হয়েছে।
সবার শুভকামনা সত্ত্বেও ব্রেন্ডন পঞ্চম হয়ে অলিম্পিক শেষ করেছেন। এই ইভেন্টে সোনার পদক জিতেছেন দুই জন- ইতালির জিয়ানমারকো তাম্বেরি এবং কাতারের মুতাজ এসা বারশিম। দুজনই ২.৩৭ মিটার উচ্চতায় জাম্প দেন। অলিম্পিকে পদকের জন্য মিচেল স্টার্কের ভাইয়ের দিকে তাকিয়ে ছিল পুরো অস্ট্রেলিয়া। কিন্তু সে আশা আপাতত পূরণ করতে পারেননি মাত্র ১৬ বছর বয়সে যুব অলিম্পিকে পদকজয়ী ব্রেন্ডন।
অলিম্পিকের হাইজাম্প ইভেন্টে ব্রেন্ডন ২.৩৫ মিটার জাম্প দেন। তাই অল্পের জন্যই তার পদক হাতছাড়া হয়ে যায়। অন্যদিকে সোনা জেতার পরে কেঁদে ফেলেন তাম্বেরি। যিনি পা ভেঙে দীর্ঘদিন খেলার বাইরে ছিলেন। এই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন বেলারুসের প্রতিযোগী মাকসিম নেদাসেকাউ। তিনিও ২.৩৭ মিটার জাম্প দিয়েছিলেন; কিন্তু তিনি তাম্বেরি আর মুতাজের চেয়ে বেশি চেষ্টা করায় তাকে ব্রোঞ্জ পদক দেওয় হয়।
ইউকে/এএস