সিঙ্গারের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে, মহাসড়ক স্বাভাবিক

সাভার সংবাদদাতা: দীর্ঘ ছয় ঘণ্টার চেষ্টায় নিভেছে সাভারে সিঙ্গার বাংলাদেশ কোম্পানির গোডাউনে লাগা আগুন। বৃহস্পতিবার (০৫ আগস্ট) দুপুর ১টার দিকে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় এখনো কারো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। এর আগে সকাল সোয়া ৮টার দিকে সিঙ্গারের টিনশেড গোডাউনে আগুন লাগে।

বাংলাদেশ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল আলিম বলেন, সিঙ্গার কারখানার গোডাউনের আগুন নেভাতে সাভার ফায়ার সার্ভিসের পাঁচটি, ডিইপিজেডের তিনটি ও চামড়া শিল্প নগরীর তিনটিসহ মোট ১১টি ইউনিট কাজ করেছে। আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। তবে গুদামের ভেতরে অতিরিক্ত তাপ নিয়ন্ত্রণে ডাম্পিং চলছে। ভেতরে থাকা এসি, ফ্রিজ, টিভিসহ বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য পুড়ে গেছে।

গোডাউনের পাশে বসবাসরত আইনাল মিয়া বলেন, সকালে গোডাউনের পাশে থাকা বিদ্যুতের মূল সংযোগের তারে প্রথমে আগুন ধরলে সেটি ছিঁড়ে মাটিতে পড়ে যায়। পরে গোডাউনের ভেতরে বিকট শব্দ হয়ে ধোঁয়া বের হতে থাকে। একটু পরে আগুন ধরে যায়। এর মধ্যে বিদ্যুৎ অফিসের লোক এসে সেই সংযোগ লাগিয়ে দিয়ে যান। এক দিকে আগুন জ্বলছিল, অন্যদিকে বিদ্যুতের লোকজন সংযোগ নতুন করে লাগাচ্ছিলেন।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম বলেন, গোডাউনে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করেন। পাশাপাশি জেলা ও শিল্প পুলিশের সদস্যরাও তাদের সহায়তা করেন। পানির সোর্স মহাসড়কের বিপরীত পাশে হওয়ায় ঢাকা-আরিচা মহাসড়ক বন্ধ করে পানি দেওয়া হয়। আগুন নেভানোর পর মহাসড়কে যান চলাচল স্বাবাভিক হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা কেউ হতাহত হয়েছে কি না, তা জানা যায়নি।

ইউকে/এএস