আফগানিস্তানে ৩৭৫ জন তালেবান নিহত

বার্তাকক্ষ প্রতিবেদন: তালেবানের সঙ্গে আফগান নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ৩৭৫ জন তালেবান নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির সরকার। গতকাল মঙ্গরবার আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে এই অভিযান পরিচালিত হয়েছে।

প্রদেশগুলো হলো- নুরিস্তান, লগার, কান্দাহার, ওরুজগান, হেরাত, জাউজান, বালখ, সামঙ্গান, হেলমান্দ, কাপিসা এবং বাঘলান। এসব প্রদেশে তালেবানদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, আফগান জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর সর্বশেষ বিমান হামলায় হেলমান্দ প্রদেশের প্রাদেশিক রাজধানী-লস্করগাহ-এ ২০ তালেবান নিহত এবং আরও ১২ জন আহত হয়েছে।

গত কয়েক সপ্তাহ ধরে তালেবান আফগানিস্তানের বেশ কয়েকটি জেলা দখল করেছে। এর মধ্যে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ তাখারও রয়েছে। আফগানিস্তানে এখন ২২৩টি জেলা নিয়ন্ত্রণ করছে তালেবান। ৩৪টি প্রদেশের মধ্যে ১৭টি প্রদেশ তালেবানের হুমকির মুখে রয়েছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

ইউকে/এএস