অভিনেত্রী ইশা সাহাকে পুলিশের জরিমানা

বিনোদন বিভাগ: রাতে কারফিউ ভাঙার অভিযোগে ভারতীয় অভিনেত্রী ইশা সাহাকে জরিমানা করা হয়েছে। কলকাতার সল্টলেটে শুক্রবার রাতে চেকিং এর সময় ইশা সাহার গাড়ি আটকানো হয়। ওই সময় গাড়িতেই ছিলেন অভিনেত্রী। এই ঘটনায় ট্রাফিক আইনে জরিমানা করে ছেড়ে দেওয়া হয় অভিনেত্রীর গাড়ি।

পুলিশ জানিয়েছে, কলকাতার সল্টলেকে চার নম্বর গেটের গার্ড রেল কাটিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছিলেন নায়িকা। নাকা চেকিংয়ের সময় পুলিশ আটক করে তাকে। করোনার মধ্যে আইন ভেঙে রাস্তায় বেরিয়েছেন কেন- তিনি এর সঠিক উত্তর দিতে পারেননি।

অন্যদিকে ইশা জানিয়েছেন, কাজ থেকে বাড়ি ফেরার সময় এমন পরিস্থিতিতে পড়েন তিনি। অন্যান্য দিন সন্ধ্যা ৮টার দিকে বেরিয়ে ৯টার মধ্যে বাড়ি ফিরতে পারেন। কিন্তু শুক্রবার তার কিছুক্ষণ দেরি হয়। সল্টলেকের আগেও বেলেঘাটায় নাকা চেকিংয়ে প্রায় ৪০ থেকে ৪৫ মিনিট আটকে ছিলেন এই অভিনেত্রী। সেখান থেকে বেরিয়ে চার নম্বর গেট পার করার সময় পুলিশ আবারও আটকায় তাকে।

ইশা আরো বলেন, ‘তিলকে তাল করে দেখানো হচ্ছে। গুজব রটেছে, আমি গাড়ির কাগজপত্র দেখাতে পারিনি। কিন্তু বিষয়টা হলো- নাইট কারফিউয়ের সময় বেরোনোর অনুমতি নেওয়া ছিল না আমার।’

পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণ কমাতে রাত ৯ টা থেকে ভোর ৫টা পর্যন্ত চলছে কারফিউ। জরুরী প্রয়োজন ছাড়া কোনভাবেই ওই সময় রাস্তায় থাকা যাবে না।

ইউকে/এএস