কাল থেকে ফের চালু হচ্ছে ভারতীয় ভিসা কেন্দ্র

বার্তাকক্ষ প্রতিবেদন: লকডাউন বিধিনিষেধ প্রত্যাহারের পরিপ্রেক্ষিতে ফের চালু হচ্ছে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র। বুধবার (১১ আগস্ট) কেন্দ্রগুলো খোলা হব বলে ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

মঙ্গলবার (১০ আগস্ট) ফেসবুকে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানায় ঢাকার ভারতীয় হাইকমিশন।

বার্তায় বলা হয়, আমাদের ইন্ডিয়ান ভিসা আবেদন কেন্দ্রগুলো ১১ আগস্ট থেকে পুনরায় চালু হবে। আবেদনকারীদের ভিসার জন্য আবেদন করতে কোন অ্যাপয়েন্টমেন্ট বা অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। পর্যটক ভিসা ছাড়া সব ভিসা আবেদন গ্রহণ করা হবে।

ভারতীয় স্টেট ব্যাংকের ব্যবস্থাপনায় বাংলাদেশে ১৫টি ভিসা আবেদনপত্র কেন্দ্র (আইভ্যাক) আছে। সেগুলো ঢাকা (যমুনা ফিউচার পার্ক), যশোর, খুলনা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, ঠাকুরগাঁও, সাতক্ষীরা, বগুড়া, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় অবস্থিত।

ইউকে/এএস