বার্তাকক্ষ প্রতিবেদন: আফগানিস্তানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও তালেবানের মধ্যে তীব্র লড়াইয়ের মধ্যে গত তিন দিনে অন্তত ২৭ জন শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। খবর বিবিসির।
আফগানিস্তানে শিশুদের ওপর সহিংসতা বৃদ্ধি পাওয়ার জেরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।
এদিকে আফগানিস্তানের ছয়টি প্রাদেশিক রাজধানীর নিয়ন্ত্রণ নিয়েছে তালেবানরা। আন্তর্জাতিক সম্প্রদায় যুদ্ধ বিরতির আহ্বান জানিয়েছে। তবে তা মানতে রাজি নয় তালেবান।
ইউনিসেফ এক বিবৃতিতে জানিয়েছে, আফগানিস্তানে শিশুদের বিরুদ্ধে সহিংসতা বেড়েই চলেছে। কান্দাহার, খোস্ত এবং পাকতিয়া প্রদেশে ২৭ জন শিশু নিহত হয়েছে। গত তিন দিনে সেখানে ১৩৬ শিশু আহত হয়েছে।
সূত্র বিবিসি।
ইউকে/এএস