বার্তাকক্ষ প্রতিবেদন: ২০১৯-২০ অর্থ বছরে চুল রপ্তানি করে এই খাতে ভারতের আয় বেড়েছে প্রায় ৪৫ শতাংশ। আয় হয়েছে ২৭৩৫ কোটি রুপিরও বেশি। বাংলাদেশি টাকায় যার পরিমাণ তিন হাজার ১১৭ কোটি। ভারতের কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রণালয়ের এক প্রতিবেদনের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে আনন্দবাজার পত্রিকা।
রপ্তানির পরিমাণ ওজনের হিসাবে মাত্র ৩৯ শতাংশ বাড়লেও, করোনার কারণে বিশ্ব বাজারে চুলের জোগান কমায় বাজারে দাম বেড়েছে। আর তারই সুবিধা পেয়েছে ভারত। ভারত থেকে চুল আমদানিকারকদের শীর্ষে রয়েছে চীন। দেশটি যত চুল আমদানি করে তার ৬০ শতাংশ যায় ভারত থেকে।
ভারতে চুল সরবরাহের অন্যতম কেন্দ্র মন্দিরগুলো। এবার সবচেয়ে বেশি চুল সরবরাহ করেছে অন্ধ্রপ্রদেশের ভেঙ্কটেশ্বর মন্দির। মেয়েদের চুলের দাম ছেলেদের থেকে বহুগুণ বেশি। এই চুলকে প্রক্রিয়াকরণের পরে তা দিয়ে যখন উইগ বা পরচুলা বানানো হয়।
ইউকে/এএস