‘কেউ কিছু বললে আমাকে বলিস’ – ঈশানকে রোহিত

ক্রীড়া বিভাগ: ভারতীয় ক্রিকের নতুন সেনসেশন ঈশান কিষান। আইপিএল দিয়েই তার উঠে আসা এবং এত পরিচিতি। দারুণ সব শট খেলার দক্ষতা থাকায় এত কম বয়সেই পেয়ে গেছেন তারকাখ্যাতি। ২০২০ আইপিএলে গুনে গুনে ৩০টা ছক্কা হাঁকিয়েছেন, করেছেন ৫১৬ রান। দলকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। অথচ মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে তার আইপিএলে খেলার কথা ছিল না। অভিজ্ঞ সৌরভ তিওয়ারির ইনজুরিতে তার সুযোগ হয়। এরপর আর ফিরে তাকাতে হয়নি।

এক মৌসুমেই ঈশান হয়ে উঠেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের ‘অটো চয়েস’। জাতীয় দলের হয়ে অভিষেকও হয়ে গেছে। ঈশান তার এই উত্থানের পেছনে বড় কৃতিত্ব দিয়েছেন মুম্বাই অধিনায়ক রোহিত শর্মাকে। আকাশ চোপড়ার ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেন, ‘ব্যাট করার সময় যদি কখনো দ্বিধায় ভুগি, উনি আমাকে আমার মতো খেলতে বলেন। দুশ্চিন্তা করতে বারণ করেন। উনি বলেন, নিজের মতো খেল। তাতে প্রথম বলে ছক্কা মারতে গিয়ে আউট হলেও সমস্যা নেই। আর এ ব্যাপারে তোকে কেউ কিছু বলতে এলে আমার সঙ্গে কথা বলতে বলিস।’

রোহিত হিটিংয়ের পাশাপাশি ঈশানকে ইনিংস গড়ার পরামর্শও দেন। যখন বড় শট নেওয়া সম্ভব হয় না, তখন সিঙ্গেলস নিয়ে রানের চাকা সচল রাখতেও বলেন। ঈশানের ভাষায়, ‘উনি সবকিছু অনেক সহজ করে দেখেন, বেশি কঠিন করে কিছু বলেন না। তাঁর কখনো যদি মনে হয় যে আমার ছক্কা মারার পাশাপাশি সিঙ্গেলস নেওয়া উচিত, সেটা উনি আমাকে অনুশীলনের সময়েই বলবেন, ম্যাচের মধ্যে ব্যাট করার সময়ে না। তখন হয়তো তিনি আমাকে বলবেন যে দেখ ঈশান, তুই যখন ইচ্ছা তখন ছক্কা মারতে পারিস, কিন্তু ওভারের বাকি পাঁচ বলে পাঁচটা সিঙ্গেলও তোকে নিতে হবে।’

ইউকে/এএস