বিশ্বকাপে অল-রাউন্ডাররাই বাংলাদেশের বড় শক্তি : মাহমুদউল্লাহ

ক্রীড়া বিভাগ: আসন্ন টি-টোয়ন্টি বিশ্বকাপের সূচি ঘোষণা হয়ে গেছে। প্রথম রাউন্ডে ১৭ অক্টোবর শুরুর দিনই আবুধাবিতে স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ ওমান ও পাপুয়া নিউগিনি। সূচি ঘোষণার পর বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ শোনালেন আশার কথা। যদিও এর আগের টি-টোয়েন্টি বিশ্বকাপগুলোতে বাংলাদেশকে শূন্য হাতেই ফিরতে হয়েছে। কিন্তু এবারের দলটি দারুণ ভারসাম্যপূর্ণ।

আইসিসিকে মাহমুদউল্লাহ বলেছেন, ‘আমাদের শক্তির জায়গা দলের অল-রাউন্ডারেরা এবং বোলিং বিভাগ। পাশাপাশি আমাদের ব্যাটিংও ভালো এবং দলের ব্যালান্স দারুণ। পাঁচ-ছয়জন অল-রাউন্ডার আছে, যারা ব্যাট-বল দুটিতেই অবদান রাখতে পারে। এই মুহূর্তে আমাদের ফাস্ট বোলাররা অবিশ্বাস্য পারফর্ম করছে। স্পিন তো বরাবরই আমাদের শক্তি। তারা যদি কয়েকটি ম্যাচে নিজেদের মেলে ধরতে পারে, আশা করি আমরা ভালো কিছু ফল পাব।’

বাংলাদেশ দলে এই মুহূর্তে অভিজ্ঞতা ও তারুণ্যের দারুণ সমন্বয় আছে। বাংলাদেশ অধিনায়ক আরও বলেন, ‘সাকিব এক নম্বর অল-রাউন্ডার এবং আমাদের দলের সবচেয়ে মূল্যবান সম্পদ। মুশফিকুর রহিম ও মুস্তাফিজুর রহমানও দলের জন্য গুরুত্বপূর্ণ। আফিফ হোসেন, শামীম হোসেন, নুরুল হাসানের মতো অন্যরাও নিজের জন্য ও দলের জন্য ভালো করতে মুখিয়ে আছে এবং এই তরুণরা নজর কাড়ার মতো। আমাদের সেরা মানসিক অবস্থায় থাকতে হবে এবং সেরা খেলাটা খেলতে হবে।’

ইউকে/এএস