‘নারী সাংবাদিককে কাজ করতে দিল না’ তালেবান

বার্তাকক্ষ প্রতিবেদন: আফগানিস্তানের এক নারী সাংবাদিককে কাজ করতে দিল না তালেবান। এমনই অভিযোগ ওই ভুক্তভোগীর। আজ বুধবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

শবনম ডওরান নামের ওই নারী সাংবাদিক দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত সম্প্রচার প্রতিষ্ঠান ‘ন্যাশনাল রেডিও টেলিভিশন আফগানিস্তান’-এ কাজ করতেন। তিনি জানান, তালেবান তাকে কাজ করতে দেয়নি।

শবনম আফগানিস্তানের অন্যতম স্বীকৃত টিভি উপস্থাপক। তার একটি ভিডিও প্রচার করেছে বিবিসি। সেই ভিডিওতে তিনি ঘটনার বিস্তারিত বর্ণনা করেছেন। তিনি জানিয়েছেন, হিজাব পরে, সঠিক আইডি কার্ড নিয়ে অফিস করতে গেলেও তাকে কাজ করতে দেওয়া হয়নি। তিনি বলেন, ‘অফিসে গেলে গার্ডরা আমাকে বলে, সরকার পরিবর্তন হয়েছে। এখানে আপনার প্রবেশ নিষেধ। বাড়ি চলে যান।’

গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছিলেন, ‘ইসলামী আইনের সীমার মধ্যে রেখে’ নারীদের কাজ করার অনুমতি দেওয়া হবে। কিন্তু আজ দেখা গেল একেবারে উল্টাচিত্র।

সূত্র : বিবিসি

ইউকে/এএস