করোনায় আক্রান্ত চেলসির ফরোয়ার্ড

ক্রীড়া বিভাগ: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন চেলসির ফরোয়ার্ড ক্রিস্টিয়ান পুলিসিক। ফলে আর্সেনালের বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে গেছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির কোচ টমাস টুখেল।

করোনায় আক্রান্ত হওয়ায় স্ট্যামফোর্ড ব্রিজে অনুশীলনে তাকে দেখা যায়নি। যুক্তরাজ্য সরকারের নিয়ম অনুযায়ী পুলিসিককে এখন কমপক্ষে ১০ দিনের আইসোলেশনে থাকতে হবে।

পুলিসিক ইনস্টাগ্রামে জানান যে, দুর্ভাগ্যজনকভাবে এই সপ্তাহের শুরুতে তিনি কভিড-১৯ পরীক্ষায় পজিটিভ হয়েছেন। তার কোনো উপসর্গ নেই। মাঠে ফেরার জন্য তিনি মুখিয়ে আছেন। এই সময়ে তাকে সমর্থন দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদও জানান তিনি।

আইসোলেশনের বাধ্যবাধকতার কারণে আগামী মাসে বিশ্বকাপের বাছাইপর্বে যুক্তরাষ্ট্রের হয়ে পুলিসিকের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগে গত শনিবার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে চেলসির ৩-০ ব্যবধানে জেতা ম্যাচে এক গোল করেছিলেন পুলিসিক।

সূত্র: বিবিসি

ইউকে/এএস