বার্তাকক্ষ প্রতিবেদন: আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। টেলিগ্রাফ এক প্রতিবেদনে জানিয়েছে, এ ঘটনায় অন্তত একজন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরো তিনজন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনেও একই তথ্য জানানো হয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানিয়েছে, সোমবার কাবুল বিমানবন্দরের উত্তর গেটে অজ্ঞাত বন্দুকধারী, পশ্চিমা নিরাপত্তা বাহিনী এবং আফগান গার্ডদের মধ্যে গোলাগুলি হয়েছে।
জার্মানির সশস্ত্র বাহিনী বলছে, তালেবানদের কবল থেকে পালানোর জন্য হাজার হাজার আফগান এবং বিদেশিরা বিমানবন্দরে ভিড় করছিল।
জার্মান সেনাবাহিনী এক টুইট বার্তায় জানিয়েছে, একজন নিহত হয়েছে, তিনজন আহত হয়েছে। সেখানে মার্কিন এবং জার্মান বাহিনী সম্পৃক্ত ছিল। তবে নিহত ওই ব্যক্তি তালেবান নিযুক্ত আফগান নাগরিক কি না, তা স্পষ্ট করেনি জার্মান বাহিনী।
এদিকে অস্ট্রেলিয়া বলেছে যে, যুক্তরাষ্ট্র যদি আফগানিস্তান থেকে নাগরিকদের প্রত্যাহার বিলম্বিত করার সিদ্ধান্ত নেয়, ৩১ আগস্টের পরে আফগানিস্তান থেকে সরিয়ে নিতে সহায়তা করতে তারা ইচ্ছুক।
সূত্র: টেলিগ্রাফ, ইন্ডিয়ান এক্সপ্রেস।
ইউকে/এএস