লাইফস্টাইল বিভাগ: মাথার চুল সোজা সবাই কম বেশি পছন্দ করে। প্রাকৃতিকভাবে অনেকের চুল সোজা আবার অনেকের সামান্য কোঁকড়ানো বা অনেক কোঁকড়ানো চুল। সেক্ষেত্রে বাড়িতে বসেই কয়েকটি বিষয় মেনে চলে চুলের যত্ন নিতে পারেন। সহজে বানানো যায় এমন হেয়ার মাস্ক প্রতিদিন চুলে লাগালে চুল সোজা করা সম্ভব।
চুল সোজা করার জন্য বাড়িতে হেয়ার মাস্ক বানাতে কী কী লাগবে চলুন জেনে নেওয়া যাক।
প্রয়োজনীয় উপকরণ
১. দুইটি পাকা কলা ম্যাশ করা
২. দুই টেবিল চামচ মধু
৩. দুই টেবিল চামচ অলিভ ওয়েল
৪. এক টেবিল চামচ টক দই।
প্রক্রিয়া:
উপরের সব উপাদান একসাথে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর চুলে লাগিয়ে আধা ঘণ্টা রেখে দিন। তারপর পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন। সপ্তাহে তিন বার ব্যবহার করুন। দেখবেন আপনার চুল অনেকটা সোজা হয়ে গিয়েছে।
এই প্যাক চুলে লাগালে অল্প সময়ের মধ্যে আপনি ফলাফল পাবেন।
ইউকে/এএস