হারের ধকল কাটাতে টাইগাররা আজ বিশ্রামে

ক্রীড়া বিভাগ: নিউজিল্যান্ডের দুর্বল দলটির বিপক্ষে ৫-০ ব্যবধানে জয়টাই প্রত্যাশিত ছিল। কিন্তু গতকাল রবিবারের ম্যাচে ৫২ রানের পরাজয়ে তা হলো না। ৭৬ রানে অল-আউট হওয়ার পর বাংলাদেশের ড্রেসিংরুমের পরিবেশ ভারী তা আর বলে দিতে হয় না। আজ সোমবার বিশ্বকাপ দল ঘোষণার কথা থাকলেও তা পিছিয়ে গেছে। নির্বাচকেরা হয়তো নতুন করে কিছু ভাবছেন।

গতকালই বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছিল, আজ টাইগাররা বিশ্রামে থাকবেন। আগামীকালও ম্যাচ নেই। সিরিজের চার নম্বর ম্যাচ অনুষ্ঠিত হবে ৮ সেপ্টেম্বর বুধবার। অন্যদিকে নিউজিল্যান্ড দলও আজ কোনো অনুশীলন করেনি। তারাও নিজেদের মতো করে টিম হোটেলে সময় কাটিয়েছে।

তৃতীয় ম্যাচে পরাজয়ের পর টাইগারদের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো বলেছিলেন, এটাই টি-টোয়েন্টি ক্রিকেটের চরিত্র। এই ফরম্যাটে এমন বিপর্যয় হতেই পারে। তিনি শিষ্যদের প্রতি কোনো দোষারোপ করেননি। অন্যদিকে গতকালের ম্যাচে পরাজয়ের চেয়েও বড় খবর হয়ে দাঁড়িয়েছিল, মুশফিকুর রহিম টি-টোয়েন্টিতে আর কিপিং করবেন না।

ইউকে/এএস