মিরপুর এখন আরো বধ্যভূমি

ক্রীড়া বিভাগ: বধ্যভূমির কুখ্যাতি পাওয়া মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের উইকেট এমনকি রহস্যময় সাকিব আল হাসান-মুশফিকুর রহিমদের কাছেও। এমনিতে এখানে তেমন রানোৎসব হয় না। তবে গত দুটি টি-টোয়েন্টি সিরিজে অতীতের সব রেকর্ড ভেঙে চুরমার।

এখন পর্যন্ত মিরপুরে সব মিলিয়ে হওয়া ৫৩টি টি-টোয়েন্টি ম্যাচে প্রথম ইনিংসের গড় সংগ্রহ ১৪৫.৮ রান। মারকাটারি ক্রিকেটের সঙ্গে খুব মানানসই যদিও নয়, তবু ভালো উইকেট তৈরির নানা সীমাবদ্ধতা মানলে একদম ফেলে দেওয়ার মতোও নয়। তবে গত আগস্টে অস্ট্রেলিয়া সিরিজের আগ পর্যন্ত হিসাব করলে গড় দেড় শও পেরোয়। ৪৪ ম্যাচে প্রথম ইনিংসের গড় সংগ্রহ ১৫২.৩। কিন্তু অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজ মিলিয়ে হিসাব করলে এখানে ব্যাপক অবনতির ছাপটা স্পষ্ট।

গতকাল পর্যন্ত দুই সিরিজের ৯ ম্যাচে প্রথম ইনিংসের গড় সংগ্রহ নেমে গিয়ে ঠেকেছে মাত্র ১১৪ রানে। ধীরগতির টার্নিং উইকেটে অসমান বাউন্সও থাকায় এই দুই সিরিজে অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরাই শুধু নন, নাকাল হয়েছেন এখানকার উইকেটে খেলে অভ্যস্ত বাংলাদেশের ব্যাটসম্যানরাও। রান তাড়াও এখানে আগে ব্যাটিং করার মতোই কঠিন ছিল, গতকাল যেমন ৯৪ রান তাড়ায় বাংলাদেশকে জিততে হয়েছে শেষ ওভারে গিয়ে!

ইউকে/এএস