বার্তাকক্ষ প্রতিবেদন: উত্তর মেসেডোনিয়ার টেটোভা শহরের করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের জন্য অস্থায়ী একটি হাসপাতালে আগুন লেগে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে।
স্থানীয় গণমাধ্যম প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, শহরের পশ্চিম অংশের একটি হাসপাতালে আগুন নেভাতে দমকলকর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন। কয়েক ঘণ্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে চলে আসে।
বুধবার (৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ৯টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। ঘণ্টাখানের মধ্যে শহরের দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে। খবর রয়টার্স।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী ভেঙ্কো ফিলিপসে এক টুইট বার্তায় বলেন, হাসপাতালের আগুনে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর পাওয়া গেছে। এ ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। তবে এটি খুবই দুঃখজনক দিন।
ইউকে/এএস