চ্যাম্পিয়নস লিগ: রাতে রিয়াল-ইন্টার মহারণ

ক্রীড়া বিভাগ: চ্যাম্পিয়নস লিগের রেকর্ড চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ আজ দিবাগত রাতে মাঠে নামছে। তাদের প্রতিপক্ষ ইতালিয়ান সিরি’আ চ্যাম্পিয়ন ইন্টার মিলান। মিলানে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ১টায়।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে রিয়াল মাদ্রিদ কোচ আনচেলোত্তি জানালেন তার দল এবার চ্যাম্পিয়নস লিগ জয়ের জন্য লড়তে প্রস্তুত। তিনি বলেন, ‘ এবারের চ্যাম্পিয়নস লিগে কারা ফেভারিট সেটা বলা কঠিন। কিন্তু রিয়াল মাদ্রিদ সবসময় এই প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বীতা করে আসছে এবং এখনো সেটাই করবে। আমরা জানি এই প্রতিযোগিতা কতটা গুরুত্বপূর্ণ এবং আমরা সবকিছুর জন্য লড়াই করব।’

দিনের অপর ম্যাচে মাঠে নামছে ইতালির আরেক বড় দল এসি মিলান। ২০১৩ সালের পর সাতবারের চ্যাম্পিয়ন এসি মিলান আবারও ফিরেছে চ্যাম্পিয়নস লিগে। প্রথম ম্যাচেই প্রতিপক্ষ লিভারপুল। দুই দলের খেলা মানেই ২০০৫ সালের ‘মিরাকল অব ইস্তাম্বুল’ ফাইনাল আর ২০০৭ সালের ফাইনাল। মোহাম্মদ সালাহ-সাদিও মানেদের বিপক্ষে অ্যানফিল্ডে জয়ের লক্ষ্যেই যাচ্ছে এসি মিলান।

ইউকে/এএস