সুদানে সামরিক অভ্যুত্থানচেষ্টার মুলহোতাসহ গ্রেপ্তার ৪০

বার্তাকক্ষ প্রতিবেদন: সুদানে সামরিক অভ্যুত্থানচেষ্টার পর আজ মঙ্গলবার অভ্যুত্থানচেষ্টার নেতাদের গ্রেপ্তার করা হয়েছে। সকালে সেনা কর্মকর্তারা দেশটির রাজধানী খার্তুমে রাষ্ট্রীয় টেলিভিশন ও বেতার ভবন দখলের চেষ্টা চালায়। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অভ্যুত্থানচেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে। লোকজনের উচিত এ ধরনের পরিস্থিতি মোকাবিলা করা।

জানা যায়, সামরিক অভ্যুত্থানচেষ্টার নেতাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন সুদান সরকারের এক মুখপাত্র। ক্ষমতাচ্যুত সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বশিরের শাসনের অবশিষ্টাংশ এই চেষ্টায় অংশ নিয়েছিল। সুদানে অবস্থানরত আল জাজিরার সাংবাদিক জেইবান সালিহর বরাতে বলা হয়, এই ঘটনায় এখন পর্যন্ত ৪০ জন সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সামরিক মুখপাত্র মোহামেদ আল ফাকি সুলেইমান বলেন, গতকাল সোমবার দেশজুড়ে অভ্যুত্থানচেষ্টার সঙ্গে জড়িত সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ শুরু হচ্ছে। সামরিক বাহিনী শিগগিরই এ বিষয়ে একটি বিবৃতি জারি করবে বলেও জানানো হয়েছে।

সূত্র: আলজাজিরা।

ইউকে/এএস