নাইজেরিয়ায় পৃথক ৩ হামলায় নিহত ৫৭

বার্তাকক্ষ প্রতিবেদন: নাইজেরিয়ার উত্তরাঞ্চলে পৃথক তিন জায়গায় হামলার ঘটনায় নিরাপত্তা বাহিনীর সদস্যসহ অন্তত ৫৭ জন নিহত হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আলজাজিরার ওই প্রতিবেদনে বলা হয়েছে, নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের কাদুনাতে বন্দুকধারীর হামলায় ৩৪ জন নিহত হয়েছে। ওই ঘটনায় আরো অন্তত সাতজন আহত হয়।

এ ছাড়া অজ্ঞাত বন্দুকধারীরা মাদামাই গ্রামে হামলা চালিয়েছে। সেখানে গ্রামের ৩৪ জন বাসিন্দা নিহত হয়েছে। ওই হামলায় গুরুতর আহত হয় সাতজন।

তিনি আরো জানান, হামলাকারীদের লক্ষ্য করে পাল্টা গুলি চালিয়েছে সেনাসদস্যরাও। এতে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে।

কাদুনার আরেকটি গির্জায় হামলা চালিয়েছে একজন বন্দুকধারী। এ ঘটনায় একজন নিহত হয়েছে। এ ছাড়া গুরুতর আহত হয়েছে আরো কয়েকজন। উত্তর-পশ্চিমাঞ্চলের সোকোটো রাজ্যের দুর্গম এলাকায় সেনা ঘাঁটিতে হামলার ঘটনায় নিরাপত্তা বাহিনীর ২২ জন সদস্য নিহত হয়েছে।

সূত্র : আলজাজিরা

ইউকে/এএস