শিবগঞ্জে নৌকাডুবি, নানি-নাতির মরদেহ উদ্ধার, নিখোঁজ ৭

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নৌকাডুবির ঘটনায় নানি-নাতির মরদেহ পাওয়া গেছে। এ ঘটনায় এখনো সাতজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ সাতজনের খোঁজে উদ্ধার তৎপরতা চলছে।
বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের পাকা ঘাট এলাকায় পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন-পাকা ইউনিয়নের ২০ রশিয়া গ্রামের খাইরুল ইসলামের স্ত্রী নিলুফা বেগম (৫২) এবং তার নাতি সিয়াম (৩)।

পাকা ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড সদস্য তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়রা নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা করছেন।

স্থানীয়দের বরাত দিয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, বুধবার দুপুর পৌনে ২টার দিকে বগলাউড়ি ঘাট এলাকা থেকে পণ্য ও ৪০ জন যাত্রী নিয়ে একটি নৌকা ১০ রশিয়া ঘাটে যাচ্ছিল। পথে পাকা ঘাটের কাছে পদ্মা নদীর প্রচণ্ড স্রোতে নৌকাটি ডুবে যায়। এসময় স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালিয়ে নানি ও নাতিকে মৃত অবস্থায় খুঁজে পান। এ ঘটনায় এখনো সাতজন নিখোঁজ রয়েছেন।

ওসি আরও জানান, খবর পেয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে যাচ্ছে।

ইউকে/এএস