বাহরাইন সফরে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী

বার্তাকক্ষ প্রতিবেদন: মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে এসে পৌঁছেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ। গত বছর ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক স্থাপনের পর বাহরাইনে এটিই তাঁর প্রথম সফর। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানায়।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে ইয়ার লাপিদ মানামায় গেছেন। বৃহস্পতিবার সেখানে ইসরায়েলের দূতাবাস উদ্বোধন করার কথা রয়েছে। একই সঙ্গে আশা করা হচ্ছে— বেশ কিছু দ্বিপক্ষীয় চুক্তি সই হবে।’

বিবৃতিতে আরো বলা হয়, এটি বাহরাইনে কোনো ইসরায়েলি মন্ত্রীর প্রথম সরকারি সফর। বাহরাইনে ইয়ার লাপিদের অবতরণের পর গালফ এয়ার মানামা থেকে তেলআবিবে সরাসরি ফ্লাইট চালু করেছে।

এর আগে গত বছর যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে বাহরাইন।

১৯৭৯ সালে মিসর এবং ১৯৯৪ সালে জর্ডান ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে শান্তিচুক্তিতে পৌঁছানোর পর তৃতীয় ও চতুর্থ দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন একই পথে হাঁটে।

সূত্র : আলজাজিরা।

ইউকে/এএস