দুর্গাপুর (রাজশাহী) সংবাদদাতা: রাজশাহী দুর্গাপুর উপজেলার শাপলার ফল (ঢ্যাপ) তুলতে গিয়ে পানিতে ডুবে মেকুর কারিগর (৭১) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শনিবার (২ অক্টোবর) উপজেলার কিসমতগনকৈড় ইউনিয়ন রাইচান নদী উজাল খলশী গ্রামের দক্ষিণ পাশে দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানাযায়, তিনি নিয়মিত শাপলা ফুলের ফল (ঢ্যাপ) তুলে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।
প্রতিদিনে ন্যায় আজও শাপলার ফল তুলতেই বিলে গিয়েছিলেন। কিন্তু শাপলা ফল তোলার সময় জঙ্গলে পেচিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা মৃত অবস্থায় পানি থেকে তাকে উদ্ধার করে।
মৃত মেকুর কারিগর উজাল খলশীর জাগির পাড়া গ্রামের মৃত শুকুর কারিগরের সন্তান।
রাজশাহীর দুর্গাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী জানান, পানিতে ডুবে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে। পরিবারের কারো অভিযোগ না এ থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলেও জানান দুর্গাপুর থানার এই পুলিশ কমকর্তা।
ইউকে/জিকে/এসএম